এসইও কি | কিভাবে এসইও করবো | বাংলা এসইও কোর্স

ভিজটর হলো একটি ওয়েবসাইট এর প্রাণকেন্দ্র। যে ওয়েবসাইট যত বড়-ই হোক না কেন যদি ভিজিটর না থাকে তাহলে তার কোনো মূল্য নেই। সাইটে ভিজিটর আনার জন্য অনেক গুলো উপায় আছে তবে আজ আমরা কথা বলবো এসইও নিয়ে। এই আর্টিকেল পড়ে আপনি জানতে পারবেন এসইও কি,এসইও কেন করবো,এসইও কিভাবে করবো,এসইও করে টাকা আয় এসব টপিক নিয়ে। চাইলে লেখাটি সম্পূর্ণ পড়তে পারেন।

 

এসইও কি

 

এসইও এর পূর্ণরুপ হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অনলাইনে অনেক সার্চ ইঞ্জিন আছে যেমনঃ google,bing,yandex ইত্যাদি।

 

এসইও কি | কিভাবে এসইও করবো

কোনো একটি ওয়েবসাইট বা ওয়েবপেইজ কে এসব সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করার প্রক্রিয়াকে এসইও বলা হয়।

 

 

এসইও কেন করবো

আমি প্রথমেই বলেছি ভিজিটর হলো একটি ওয়েবসাইট এর প্রাণ। তবে আমরা তো সকলের কাছে গিয়ে গিয়ে আমাদের সাইটের কথা বলতে পারবো না কারণ এটা অসম্ভব।

সার্চ ইঞ্জিন সাইট গুলোতে লক্ষ লক্ষ লোক গিয়ে নানা কিওয়ার্ড লিখে সার্চ করে।

 

আরো পড়ুনঃ

জেনে নিন ডিজিটাল মার্কেটিং কি | ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা

তাই সকল ওয়েবসাইট মালিকগণ তাদের সাইটকে সার্চ ইঞ্জিন ফেন্ডলী করে তুলেন যাতে তার সাইট রিলেটেড কিওয়ার্ড লিখে কেউ সার্চ দিলে তাদের সাইটটি সার্চ রেজাল্টে প্রথমে আসে।

একটি টেকনিক প্রয়োগ করেই বিনা টাকায় নিজের সাইটে আপনি প্রতিদিন হাজার হাজার ভিজিটর পাবেন। যাদের দ্বারা আপনি নিজের ওয়েবসাইট থেকে টাকা আয় করতে পারবেন।

 

এসইও কত প্রকার

 

এসইও মূলত ৩ প্রকার। তবে অনেকে ২টি ভাগে ভাগ করে থাকে।
নিচে এগুলো নিচে আলোচনা করা হলোঃ

 

 

অন পেইজ এসইও

 

আপনার ওয়েবসাইট কে একটি দোকানের সাথে তুলনা করুন।

একটি দোকান বানাতে যেমন প্রথমে দোকানের ভিতরে সাজাতে হয়। যেমনঃ কোথায় তাক রাখবেন,কোথায় টেবিল রাখবেন,কেথায় মালামাল রাখবেন এসব কিছু আপনাকে ঠিক করে নিতে হবে।

ওয়েবসাইট ও ঠিক তেমনি।

আপনার ওয়েবসাইট সাইটে মেনু কোথায় থাকবে,লগো কেমন হবে,আর্টিকেল গুলো কেমন হবে এগুলো ঠিক করার পদ্ধতিকে অন পেইজ এসইও বলে।

অন পেইজ এসইও আবার কয়েকটি ভাগে বিভক্ত হয়ে থাকে যেমনঃ

১/ টাইটেল ট্যাগ
২/ হেডিং ট্যাগ
৩/ alt ট্যাগ
৪/ ইনবাউন্ড-আউটবাউন্ড লিংক
৫/ মেটা ট্যাগ

ইত্যাদি।

পরবর্তীতে অনপেইজ এসইও নিয়ে বিস্তারিত পোস্ট করবো তখন এসব বিষয় সম্পূর্ণ ভাবে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো।

 

 

অফপেইজ এসইও

দোকানের ভিতর সাজানো হলো অনপেইজ এসইও-এর মতো আর দোকানের বাইরে ব্যানার,পোস্টার লাগানো হলো অফপেইজ এসইও।

এসইও এর ক্ষেত্রে অফপেইজ এসইও অনেক গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে। আমরা সবাই যাকে ব্যাকলিংক নামে চিনি সেটাই মূলত অফপেইজ এসইও।

অফপেইজও কয়েকটি ভাগে বিভক্ত। যেমনঃ

১/ ব্লগ পোস্ট
২গেস্ট পোস্ট
৩/ ফোরাম পোস্ট
৪/ ডিরেক্টরি সাবমিট
৫/ ব্লগ কমেন্ট
ইত্যাদি।

পরে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

 

 

টেকনিক্যাল এসইও

 

শুধু আমাদের সাইট গুলোকে সার্চ ইঞিন ফেন্ডলী করে তুললেই হবে না। সার্চ ইঞ্জিন গুলোকে আমাদের সাইট বা পেইজ পর্যন্ত নিয়ে আসতে হবে এবং তারা এসে যেন আমাদের ওয়েবসাইট এ থাকার সকল কিছু পায় সেই ব্যবস্থা করে দিতে হবে।

 

এজন্য প্রথমে আমাদের বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলোতে আমাদের সাইট এড করে নিতে হবে। তারপর সেখানে আমাদের সাইটের সাইটম্যাপ এড করে নিতে হবে যার জন্য সার্চ বট গুলো খুব সহজেই আমাদের ওয়েবসাইটে থাকা সকল তথ্য ইনডেক্স করে নিয়ে যেতে পারবে।

 

টেকনিক্যাল এসইও এর অন্তর্গত যে কাজ গুলো করতে হয় সেগুলো হলোঃ

১/ সাইট সার্চ ইঞ্জিনে সাবমিট করা
২/ সাইটম্যাপ তৈরি ও সাবমিট করা
ইত্যাদি।

 

 

কিভাবে এসইও করবো

 

প্রথমে আপনাকে সম্পূর্ণ একটি ওয়েবসাইট বা ওয়েবপেইজ তৈরি করতে হবে। তারপর সেখানে একদম ইউনিক কিছু আর্টিকেল বা ভিডিও (আপনি যেটার মাধ্যমে ভিজিটর আনতে চান) আপলোড করতে হবে।

তারপর সেটা খুব ভালো করে অপটিমাইজ করতে হবে।

আমি অনপেইজ,অফপেইজ,টেকনিক্যাল এসইও গুলো কিভাবে করতে হয় তা নিয়ে আলাদা আলাদা আর্টিকেল শেয়ার করার চেষ্টা করবো।

 

এসইও করে টাকা আয়

 

আমি উপরে বলেছি যে এসইও করে নিজেদের ওয়েবসাইটে ফ্রিতেই অনেক ভিজিটর আনা যায় তাই প্রায় সকল কম্পানি তাদের ওয়েবসাইট এর জন্য এক বা একাধিক এসইও এক্সপার্ট হায়ার করে থাকে। আপনি যদি এসইও শিখেন তাহলে আপনি বিভিন্ন কম্পানির হয়ে কাজ করতে পারবেন।

আবার আপনি Upwork,Fiverr,Freelancing এর মতো জনপ্রিয় সাইট গুলোতে কাজ করে অনেক টাকা আয় করতে পারবেন।

 

উপসংহার

এই আর্টিকেলে আমি এসইও কি,কিভাবে এসইও করবো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করার চোষ্টা করেছি। যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।