BDIX হোস্টিং কিনুন নিজের মতো করে প্যাকেজ সাজিয়ে

অনেক সময় আমাদের বিভিন্ন কাজে একদম কম স্পেস সহ কম রিসোর্স দিয়ে হোস্টিং প্রয়োজন হয় কিন্তু বেশির ভাগ ভালো কোম্পানি তে দেখা যায় হোস্টিং প্যাকেজ শুরু হয় ৫ জিবি থেকে। তাই যেকাজে ৫০০ এমবি স্পেস হলেই কাজ হবে সেখানে ৫-১০ জিবি হোস্টিং কিনে ফেলে রাখা বা অতিরিক্ত টাকা খরচ করা অনেকের জন্য কষ্টকর। তবে চিন্তার কোনো কারণ নেই কারণ আজকে আমি কথা বলবো কম্পানির বানিয়ে রাখা প্যাকেজ না নিয়ে কিভাবে নিজের চাহিদা মতো প্যাকেজ তৈরি করে হোস্টিং নেওয়া যায় তাও সেটি আবার বাংলাদেশি প্রোভাইডার থেকে!

Ridoy Hasan Alif - Blog

 

BDIXHOST বাংলাদেশের একমাত্র হোস্টিং প্রোভাইডার যারা ইউজার কে তার নিজের চাহিদা মতো রিসোর্স দিয়ে হোস্টিং নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে।

 

এখানি আপনি স্পেস, ব্যান্ডউইথ, সাব ডোমেইন, ইমেল, ডাটাবেজ, সহ সকল রিসোর্স সিলেক্ট করে হোস্টিং নিতে পারবেন এবং যেকোনো সময় রিসোর্স গুলো আপগ্রেড বা ডাউনগ্রেড করতে পারবেন।

 

এখন থেকে আর বাড়তি হোস্টিং নিয়ে বেশি টাকা খরচ করতে হবে না।

 

অর্ডার করার জন্য প্রথমে নিচের লিংকে যান।

https://www.bdixhost.com/bespoke-hosting/

এই পেইজে প্যাকেজ টি সম্পর্কে কিছু তথ্য জানতে পারবেন। এরপর নিচে গিয়ে Create A Package এ ক্লিক করুন।

আরো পড়ুনঃ

How to Start an Online Thrift Store Using WordPress 2024

এর পর নতুন একটি পেইজ আসবে এখান থেকে আপনার ডোমেইন সিলেক্ট করতে হবে। যদি আপনি নতুন ডোমেইন কিনতে চান তাহলে ১ম অপশন সিলেক্ট করে ডোমেইন নাম টি সার্চ করতে হবে। আর যদি আপনার আগে থেকে ডোমেইন কেনা থাকে তাহলে ৩য় অপশন টি সিলেক্ট করে ডোমেইন নাম টি লিখে পরের পেইজে যাবেন।

Ridoy Hasan Alif - Blog

এবার আমরা মেইন কাজ টি করবো। এখান থেকে আপনার চাহিদা মতো রিসোর্স গুলো সিলেক্ট করে নিন। এখানে ৫১২ এমবি ডিস্ক থেকে শুরু।

 

 

Ridoy Hasan Alif - Blog

এরপর সব গুলো রিসোর্স সিলেক্ট করে continue এ ক্লিক করে পেমেন্ট করে অর্ডার কমপ্লিট করুন।

 

ব্যস আমাদের কাজ শেষ। ডোমেইন এর সাথে হোস্টিং কানেক্ট করে আপনার ওয়েবসাইট তৈরি করে ফেলুন।

Leave a Comment