ওয়েবসাইট এর স্পিড বাড়ানোর উপায়

স্পিড নেই তো ভিজিটর নেই!😞
আমরা প্রায়শই হোস্টিং কম্পানিকে দোষারোপ করি যে তাদের সার্ভারের জন্য আমাদের ওয়েবসাইট স্লো হয়ে যায়। এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক না। একটা ওয়েবসাইট বিভিন্ন কারণে স্লো হতে পারে।
কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কে ভালো স্পিড দিতে পারি তার কিছু উপায় উল্লেখ করা হলো😊
১/ ভালো হোস্টিং সিলেক্ট করাঃ
অনেক দিন আগে গল্পের ছলে এক ভাই বলছিলো যে বাংলাদেশে গ্রাহকের থেকে হোস্টিং প্রোভাইডার বেশি। কথাটি মজার ছলে হলেও আমাদের মার্কেটে যে কম্পানির ( কম্পানি বলা টা হয়তো ভুল হবে) অভাব নেই।
অনেকে রিসেলার হোস্টিং নিয়ে সেল করে। আমি সাজেস্ট করবো সব সময় হোস্টিং নেওয়ার সময় তাদের সার্ভারের গুণাগুণ, সাপোর্ট, ইউজার রিভিউ এসব দেখে তারপর সার্ভিস কিনবেন।
২/ অরিজিনাল থিম / প্লাগইন ব্যবহার করাঃ
অনেকেই ক্র্যাক থিম ইউজ করে। পরবর্তীতে ভাইরাস আক্রমণ করলে যখন প্রোভাইডার হোস্টিং বন্ধ করে দেয় তখন আমরা প্রোভাইডার কে দোষ দেই।
এখানে প্রোভাইডারের করার কিছু নেই।
সব সময় চেষ্টা করবেন অরিজিনাল লাইসেন্স সহ বা ওয়ার্ডপ্রেস এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে যেসব থিম বা প্লাগইন পাওয়া যায় সেগুলা ব্যবহার করা।
নোটঃ প্রয়োজন ছাড়া কোনো থিম বা প্লাগইন ইন্সটল করে রাখবেন না।
৩/ ক্যাশিং / অপটিমাইজার প্লাগইন ব্যবহার করাঃ
ছবির ফাইল বড় হলে সেটা বিভিন্ন প্লাগইন দিয়ে ফাইলের সাইজ কমানো যায়। আবার অনেক ক্যাশিং প্লাগইন ইউজ করে লোডিং টাইম কমানো যায়।
যেমনঃ WP Cache Total, WP Super Cache ইত্যাদি।
৪/ CDN ব্যবহার করাঃ
আপনার বাজেট না থাকলে ফ্রি সিডিএন ব্যবহার করতে পারেন। যেমনঃ Cloudflare.
ভালো স্পিড, ভালো সাইট
ধন্যবাদ

Leave a Comment