জীবনের কথন ইদুরযুদ্ধে আপনি যোগ দিয়েছেন সেটা ঠিক বুঝতে না পারলেও আপনি এই যুদ্ধে আছেন।
অষ্টম শ্রেনিতে থাকার সময়টা মনে আছে?
সামনে বৃত্তি এবং ফাইনাল পরীক্ষা, পাটিগণিত, বীজগণিত, পেঁচ লাগাচ্ছে বিজ্ঞানের সব সূত্র। রাত জেগে পড়াশোনা, সকালে ঘুম থেকে উঠেই ছুটতে হয়েছে প্রাইভেট টিউটর এর বাসায়।
বয়সের থেকেও বেশি ব্যস্ত সময় পার করেছেন, আমরা সকলেই পার করেছি সেই সময়।
অভিভাবকরা হয়ত বলেছেন এইত আর কয়েকটা দিন,বৃত্তি বা ফাইনাল পরীক্ষা শেষ হলেই জীবনে শুধু শান্তি আর শান্তি।
জীবনের প্রতিটা এপিসোডে এই কথা শুনেছেন অনেকের মুখে, অনেক ভাবে।
এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠলেই তো জীবনে স্বাধীনতা আসবে,
একবার ভার্সিটি লাইফে গেলেই তো জীবন আনন্দে ভরে যাবে
একবার চাকরি জীবনে ঢুকতে পারলেই তো ইচ্ছা মতো সব করা যাবে
কি,,শুনেছেন না এমন?
জীবন ঘড়ির ৩০ এর কাছে গিয়ে হিসেব গুলো মিলাতে পারেন কি? কি মনে হয় এই এপিসোড গুলো পার হওয়ার সময় জীবন খানিকটা হলেও কি সহজ হয়েছে? কখনো কি সুখ মিলেছে?
মিলবেও না, কারণ আমাদের সবাইকে এক মিথ্যা মরীচিকার দিকে ছুটানো হয়েছে কিন্তু হিসাব মিলেনি,,
ছুটতে ছুটতে সত্যি কারের সুখ কেউ পায়নি কারণ আমরা সবাই আছি ইদূর দৌড়ে।
আপনি জানেন কি
বিখ্যাত শিল্পী মাইকেল জ্যাকসন ২০০৯ সালে যখন অপ্রত্যাশিত ভাবে মারা যান তখন তার উপর ছিল ৪০০ মিলিয়ন ডলার এর ঋণের বোঝা।!!!!
এটা কি ভাবা যায় যে এত বড় এক লোকের এত টাকা ঋণ ছিল।
আসলে তার অনেক টাকা ছিল প্রচুর কিন্তু টাকা ম্যানেজ করার শিক্ষা তার ছিলো না।
তাই তার প্রচুর টাকা সত্তেও এত টাকা ঋণের বোঝা নিয়ে মৃত্যু বরণ করতে হয়েছিল।
আমাদের স্কুল কলেজ গুলোতে টাকা আয়ের সকল পথ সম্পর্কে ধারণা দিলেও ধারণা দেওয়া হয় না টাকা কিভাবে ম্যানেজ করতে হয়।
শুধু স্কুল কলেজ নয় আমাদের পরিবার থেকেও এবিষয়ে কোনো শিক্ষা আমাদের দেওয়া হয় না।
তাই জীবনের প্রচুর টাকা ইনকাম করা সত্তেও আমাদের জীবনে নানা সময়ে অর্থ সংকটে পড়তে হয়।
আসল সুখ শুধু টাকা মাধ্যমেই জুটে না সুখ মিলে মনের শান্তিতে।
এভাবে স্কুল কলেজ বা পারিবারিক শিক্ষায় শুধু টাকা ইনকামের পিছনে ছুটলে এই ইদুর দৌড়ের মতো শুধু ছুটতেই থাকবেন সুখ আর পাবেন না।
এভাবে ছুটতে ছুটতে একদিন আমি আপনিও চলে যাবো পরপারে সেই দিন বুঝতে পারবো জীবনে কিছুই করতে পারি না।
তাই ইদুর দৌড় অংশগ্রহণ না করে প্রকত সুখের সন্ধান করুন।
ধন্যবাদ।
Deprecated: str_contains(): Passing null to parameter #1 ($haystack) of type string is deprecated in /home/ridoyhas/blog.ridoyhasanalif.com/wp-includes/comment-template.php on line 2681