Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/ridoyhasanalif.com/blog/wp-includes/functions.php on line 6131
দেখে নিন এইচএসসি পরীক্ষা ২০২২ এর রুটিন

দেখে নিন এইচএসসি পরীক্ষা ২০২২ এর রুটিন

গত ১২-০৯-২০২২ তারিখে এইচএসসি পরীক্ষা ২০২২ এর রুটিন প্রকাশিত হয়েছে। রুটিন অনুযায়ী আগামী ৬ই নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা।

 

 

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এর প্রকাশিত এইচএসসি পরীক্ষা ২০২২ রুটিন অনুযায়ী আগামী ৬ নভেম্বর রোজ রবিবার এ বাংলা ১ পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

 

 

৬ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে এবং এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

ব্যবহারিক পরিক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর এবং শেষ হবে ২২ ডিসেম্বরে।

 

এবার এইচএসসি পরিক্ষা ২০২২ শুরু হবে সকাল ১১ টায় এবং শেষ হবে দুপুর ১ ঘটিকায়।

 

দুপুরে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে এবং শেষ হবে বিকেল ৪ ঘটিকায়।

 

 

মোট ২ ঘন্টা পরীক্ষার মধ্যে সৃজনশীল (CQ) পরীক্ষা হবে ১ ঘন্টা ৪০ মিনিট এবং বহুনির্বাচনি পরীক্ষা হবে ২০ মিনিট।

 

এইচএসসি পরীক্ষা ২০২২এইচএসসি পরীক্ষা ২০২২ এর রুটিনএইচএসসি পরীক্ষা ২০২২

 

সকাল ১০.৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র বহুনির্বাচনি OMR শিট বিতরণ করা হবে। সকাল ১১.০০ টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ করা হবে এবং সকাল ১১.২০ মিনিট এ বহুনির্বাচনি উত্তরপত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দিয়া হবে।

 

 

আমার পক্ষ হতে এইচএসসি পরীক্ষা ২০২২ এ অংশগ্রহণ কারী সকল পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা।

 

সরাসরি এইচএসসি পরীক্ষার রুটিন ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

তারা যেন ভালো মতন পাশ করে দেশের সেবা করতে পারে এই দোয়া রইল।

 

আমাদের আরো আর্টিকেল পড়ুনঃ

 

জেনে নিন নতুনদের ক্ষেত্রে এসইও এর ১০ টি ভুল | বাংলা এসইও টিউটোরিয়াল

জেনে নিন সহজে এডসেন্স পাওয়ার উপায় ২০২২

ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

 

 

 


Deprecated: str_contains(): Passing null to parameter #1 ($haystack) of type string is deprecated in /home/ridoyhasanalif.com/blog/wp-includes/comment-template.php on line 2685

Leave a Comment