এসইও করে আমরা আমাদের ওয়েবসাইট বা ব্লগের আর্টিকেল গুলি সার্চ রেজাল্টের প্রথম পাতায় আনতে পারি। আজ আমরা কথা বলবো অফপেইজ এসইও কি,কিভাবে অফপেইজ এসইও করবো ইত্যাদি টপিক নিয়ে। আপনি চাইলে লেখাটি পড়ে নিতে পারেন।
এসইও করে আমরা আমাদের সাইট বা ওয়েবপেইজকে বিভিন্ন সার্চ রেজাল্ট পেইজে প্রথম পাতায় আনার ফলে ফ্রিতেই অনেক পেতে পারি। গত আর্টিকেলে আমি অনপেইজ এসইও নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করছে। না পড়ে থাকলে পড়ে আসুন।
কথা না বাড়িয়ে চলুন আমাদের মেইন টপিকে ফিরে যাই।
অফপেইজ এসইও কি
গত পোস্ট থেকে আমরা জেনেছি অনপেইজ এসইও হলো সাইটের ভিতরে থাকা আর্টিকেল,ছবি,ভিডিও,লিংক ইত্যাদি অপটিমাইজ করা। আমি গত পোস্টে বলেছিলাম আমাদের সাইটের কনটেন্টের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সার্চ ইঞ্জিন গুলো আমাদের সাইটকে পছন্দ করবে এবং আমাদের সাইটকে ভালো একটি র্যাংকক প্রদান করবে।
অফপেইজ এসইও হলো নিজের ওয়েবসাইটকে এমন কিছু টেকনিক ব্যবহার করে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন করা যেখানে ওয়েবসাইটের ভেতরে কাজ করতে হয়না।
অফপেইজ এসইও করার জন্য যেসব কাজ করবে হয় তার সবগুলো ওয়েবসাইট এর বাইরে থেকে করতে পারবেন।
আমরা আমাদের ব্যবসা বা ওয়েবসাইটের রেপুটেশন বৃদ্ধি করতে অফপেইজ এসইও করে থাকি।
অফপেইজ এসইও কেন করা হয়
উপরে আমি বলেছি যে সাইটের বা ডোমেইন এর রেপুটেশন বাড়াতে অফপেইজ এসইও করা হয়। আপনার সাইটের কনটেন্ট গুলো যদি ভালো মানের হয় এবং আপনার সাইটে যদি ভালো একটি রেপুটেশন থাকে তাহলে সার্চ ইঞ্জিন গুলোর মাধ্যমে আরো অনেক বেশি ভিজিটর পাবেন।
এজন্য অনপেইজ এসইও এর পাশাপাশি অফপেইজ এসইও করাটাও প্রয়োজন।
কিভাবে অফপেইজ এসইও করবো
অফপেইজ এসইও কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এসব করে আপনি আপনার সাইটের জন্য অফপেইজ এসইও করতে পারবেন।
Backlink তৈরি করে
আপনি যদি কাউকে অফপেইজ এর কথা বলেন তাহলে সে ব্যাকলিংক এর কথা বলবে। কারণ বেশিরভাগ মানুষ অফপেইজ এসইও বলতে সাইটের ব্যাকলিংক করাকেই বোঝায়।
অন্য ওয়েবসাইট বা ব্লগে আপনার ওয়েবসাইট বা ব্লগের লিংক এড করাকে ব্যাকলিংক বলা হয়।
একটি ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক তৈরি করার অনেকগুলো মাধ্যম রয়েছে।
আপনি যতটা বেশি ভালো ভালো এবং হাই কোয়ালিটি ও হাই DA / PA ওয়েবসাইট গুলির থেকে নিজের ওয়েবসাইটের ব্যাকলিংক নিতে পারবেন গুগলের নজরে আপনার ওয়েবসাইট ততটাই জনপ্রিয় এবং রেপুটেড থাকবে।
ব্যাকলিংক তৈরি করা অফপেইজ এসইও এর সবচেয়ে জরুরী বিষয়।
ভালো ভালো অধিক বেশি ডোমেইন অথরিটি থাকা ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইটের ব্যাকলিংক নিতে পারলে আপনার ওয়েবসাইটের ডোমেইন অথোরিটি এবং সার্চ ইঞ্জিন র্যাংকিং বেড়ে যাবে।
সোশ্যাল মিডিয়া এঙ্গগেজমেন্ট
প্রত্যেক সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলির থেকে যতটা বেশি ট্রাফিক বা ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে ততই আপনার ওয়েবসাইট এর জন্য ভালো।
নিজের ব্লগে সোশ্যাল মিডিয়া থেকে ভিজিটর আনতে পারা এসইও এর একটি বড় কাজ।
তাই, নিজের ব্লগ এবং ব্লগের কনটেন্ট গুলো নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোতে আপনার একটিভ থাকতে হবে।
আপনি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া যেমনঃ ফেসবুক,টুইটার,ইনস্ট্রাগ্রাম ইত্যাদির মাধ্যমে আপনার সাইটে বা ব্লগে ভিজিটর এনে ডোমেইন অথোরিটি বাড়াতে পারবেন।
নিজের আর্টিকেল গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে নিজের সাইটের কথা আরো অনেক বেশি লোক জানতে পারবে।
সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলোতে শেয়ার করা আপনার ব্লগের আর্টিকেলে যখন কেউ ক্লিক করে আপনার ব্লগে আসবে তখন আপনি একটি ইউনিক ভিজিটর পাবেন।
যা অফপেইজ এসইও এর জন্য অনেক জরুরি।
কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের সাইটের রেপুটেশন বৃদ্ধি করা যায়।
যখন কোনো ভিজিটর সোশ্যাল মিডিয়া থেকে আপনার সাইটে যাবে তখন গুগল বুঝবে আপনার সাইট অনেক জনপ্রিয়।
সোশ্যাল বুকমার্কিং সাইট
সোশ্যাল বুকমার্কিং সাইট হলো এমন একটি অনলাইন সার্ভিস যেখানে ইউজারা যেকোনো নিজেদের সাইট বা ব্লগের লিংক বুকমার্ক হিসেবে সেভ করে রাখতে পারে এবং লোকদের সাথে শেয়ার করতে পারে।
নিজের ওয়েবসাইট বা ব্লগ গুলোকে অনলাইন মার্কেটিং করার জন্য এই ধরণের সোশ্যাল বুকমার্কিং সাইট অনেক কাজে আসে।
এসব সাইটে নিজের সাইট বা ব্লগের লিংক এড করে আপনি ফ্রিতে ভিজিটর এবং ব্যাকলিংক পেয়ে যাবেন।
নিচে কিছু সোশ্যাল বুকমার্কিং সাইটের নাম তুলে ধরলাম। এগুলো আপনার অনেক কাজে আসবে।
১/ pinterest.com
২/ technorati.com
৩/ Reddit.com
৪/ Stumbleupon.com
৫/ tumblr.com
৬/ Scoop.it
৭/ digg.com
৮/ delicious.com
এই সাইট গুলোর মাধ্যমে আপনি ফ্রিতেই কাজ করতে পারবেন।
ফোরাম সাবমিশন
ইন্টারনেটে এরকম অনেক হাই অথোরিটি সম্পূর্ণ সাইট রয়েছে যেগুলোতে গিয়ে আপনি লোকেদের সমস্যার সমাধান এবং প্রশ্নের উত্তর দিতে পারবেন।
ধরুন আপনার সাইটে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে আর্টিকেল শেয়ার করেন। এখন এসব ফোরাম সাইটে কেউ যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কোনে প্রশ্ন করে তাহলে আপনি সেখানে আপনার আর্টিকেল এর লিংক দিতে পারবেন। এর মাধ্যমে আপনি ফ্রিতে ব্যাকলিংক এবং ভিজিটর পাবেন।
নিচে কিছু Do-Follow ফোরাম সাইটের নাম উল্লেখ করা হলোঃ
http://www.addthis.com/forum
https://bbpress.org/forums
https://www.flickr.com/help/forum/en-us/
https://www.warriorforum.com/
https://www.digitalocean.com/community
http://www.siteownersforums.com/
https://moz.com/community/q
এছাড়া ইন্টারনেটে সার্চ করলে আরো অনেক সাইট পেয়ে যাবেন।
ব্লগ ডিরেক্টরি সাবমিশন
ব্লগ ডিরেক্টরি গুলোতে গিয়ে নিজের সাইটের লিংক এড করে দিলে তার মাধ্যমে ডোমেইন এর অথোরিটি অনেক বাড়ানো যায়। নিচে কিছু এমন ডিরেক্টরি সাইটের নাম উল্লেখ করা হলোঃ
https://www.indiblogger.in/
https://10directory.com
https://www.blogadda.com/
https://boingboing.net/
https://www.thewebdirectory.org/
https://www.siteswebdirectory.com/
প্রশ্ন এবং উত্তর সাইট
Answers.yahoo.com এবং quora.com এর মতো কিছু জনপ্রিয় সাইট আছে যেগুলোর মাধ্যমে অনেক ভালো কোয়ালিটির ব্যাকলিংক তৈরি করা যায়।
লোকেরা এসব সাইটে গিয়ে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেন। আপনার ব্লগ রিলেটেড প্রশ্নতে গিয়ে আপনি তাদের প্রশ্নের উত্তর দিয়ে নিচে আপনার সাইটের লিংক দিয়ে আসতে পারেন।
গেস্ট পোস্টিং
গেস্ট পোষ্ট মানে হলো আপনি অন্যদের সাইটে গিয়ে আর্টিকেল পাবলিশ করে দিবেন। তবে অনেকে বলতে পারেন যে আমরা কেন কারোর সাইটে পোস্ট করবো?
আসলে আপনি আপনার ব্লগ রিলেটেড কিছু লিখে তার মাঝে মাঝে আপনার সাইটের লিংক দিয়ে দিবেন। এতে আপনার সাইটের জন্য ভালো ব্যাকলিংক তৈরি হবে।
উপসংহার
অনপেইজ এসইও এর পর অফপেইজ এসইও হলো এসইও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে আমরা যখন এই কাজটি করবো তখন আমাদের অনেক সতর্ক থাকতে হবে কারণ ভুল ব্যাকলিংক তৈরি করলে আমাদের সাইটের রেপুটেশন আরো খারাপ হবে।
প্রিয় ভিজিটর,
এই আর্টিকেলে আমি অফপেইজ এসইও কি,কিভাবে অফপেইজ এসইও করতে হয় এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনার যদি কেথায় কিছু জানার থাকে তাহলে অবশ্য কমেন্ট করে আমাকে জানাবেন।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Deprecated: str_contains(): Passing null to parameter #1 ($haystack) of type string is deprecated in /home/ridoyhas/blog.ridoyhasanalif.com/wp-includes/comment-template.php on line 2681