সহজে এডসেন্স পাওয়ার উপায় গুলো নিয়ে আমাদের সকলের কম বেশি কৌতুহল আছে। বর্তমাস সময়ে নিজের ওয়েবসাইট থেকে আয় করার জনপ্রিয় একটি উপায় হলো গুগল এডসেন্স। একবার যদি আমরা আমাদের সাইটে এডসেন্স পেয়ে যাই তাহলে আমাদের থেকে খুশি আর কেউ হয় না। তাই আজ আমি আলোচনা করবো সহজে এডসেন্স পাওয়ার উপায় গুলো নিয়ে।
আমরা যারা কম বেশি অনলানে ঘাটাঘাটি করে তাদের মধ্যে প্রায় সকলেরই নিজস্ব ব্লগ বা ওয়েবসাইট আছে। একটি ওয়েবসাইট তৈরি করার পরেই আমাদের মনে স্বপ্ন থাকে একদিন আমাদের সাইটেও গুগলের এড শো হবে।
তাই এটা নিয়ে আমরা অনেক পরিশ্রম করি কিন্তু অনেকেই ভুল পথে পরিশ্রম করার জন্য এডসেন্স পায় না। তাই আজ আমি এমন কিছু টিপষ আপনার সাথে শেয়ার করবো যেগুলো মেনে চললে আপনি খুব সহজেই এডসেন্স পেতে পারেন।
All Sub Topic
সহজে এডসেন্স পাওয়ার উপায়
নিচে আমি যেসব টপিক নিয়ে আলোচনা করেছি আপনি যদি সব গুলো ধাপ ভালো ভাবে মেনে চলতে পারেন তাহলে আপনি নিশ্চিত এডসেন্স পাবেন।
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
প্রিমিয়াম ডোমেইন ব্যবহার / টপ লেভেল ডোমেইন ব্যবহার
আপনি যদি টাকা বাচাঁনের জন্য ফ্রি ডোমেইন যেমনঃ .Tk/.ml/.cf ইত্যাদি ডোমেইন গুলো ব্যবহার করে থাকেন তাহলে আজই কিছু টাকা খরচ করে প্রিমিয়াম টপ লেভেলের কিছু ডোমেইন কিনে নিন যেমনঃ .Com/.Net/.Org/.xyz ইত্যাদি।
(কম টাকায় ডোমেইন কিনতে চাইলে আজই ভিজিট করুনঃ AmarHoster.Com)
আপনার বাজেট যদি বেশি না থাকে এবং আপনি যদি ফ্রি ডোমেইন ব্যবহার করতে চান তাহলে আপনি গুগলের ব্লগার ব্যবহার করতে পারবেন।
গুগল ব্লগারে একটি ব্লগ তৈরি করলে আপনাকে example.blogspot.com এমন একটি ডোমেইন দেওয়া হবে।
যেহেতু এটি গুগলের নিজস্ব কম্পানি তাই এটি দিয়েও আপনি এডসেন্স পেতে পারেন।
অন্যান্য এড নেটওয়ার্ক ব্যবহার না করা
আপনি যদি গুগলের এডসেন্স পেতে চান বা ইতিমধ্যে এডসেন্স এর জন্য আবেদন করে ফেলেছেন তাহলে আপনার সাইটে অন্য কোনো এড নেটওয়ার্ক এর এড ব্যবহার করতে পারবেন না। ব্যবহার করে থাকলেও রিমুভ করে ফেলুন।
কারণ যে সাইটে অন্য কোনো কম্পানির এড থাকে গুগল সে সাইটে এডসেন্স দেয় না। তাই এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে।
সাইটের স্পীড বৃদ্ধি করা
মনে রাখবেন গুগল সব সময় ইউজারদের কথা চিন্তা করে। কি কি করলে ইউজারদের সুবিধা হবেনএই চিন্তা করে।
ধরুণ আপনার সাইটে একজন ভিজিটর আসলো কিন্তু সাইটের স্পীড অনেক স্লো থাকায় ভিজিটর টি চলে গেলো।
এটা কিন্তু গুগল ধরতে পারবে যে ভিজিটর আপনার সাইটটি পছন্দ করে নি এবং গুগল আপনাকে এতসেন্স দিবে না।
তাই সব সময় চেষ্টা করবেন সাইটের স্পীড বেশি রাখার। এজন্য প্রিমিয়াম কিছু ফ্রেশ থিম/টেমপ্লেট ব্যবহার করতে পারেন।
কিছু পেইজ এড করা
একটি সাইটে এডসেন্স পেতে হলে কয়েকটি পেইজ অবশ্যই থাকতে হবে। যেমনঃ
১/ Privacy policy
২/ Contact Us
৩/ About Us
একটি সাইটে এই পেইজ গুলো থাকলে সাইটটিকে প্রোফেশনাল লাগে। তাই আপনার সাইটে এসব পেইজ না থাকলে এখুনি পেইজ গুলো তৈরি করে নিন।
Privacy policy
আমি উপরে বলেছি যে গুগল সব সময় সাধারণ ভিজিটরদের চিন্তা করে। তাই আপনার সাইটে যেসব ভিজিটর আসবে তাদের ডেটা গুলো কিভাবে সংরক্ষণ করবেন। তাদের তথ্য গুলো বিক্রি করে দিবেন কিনা এসব বিষয়ে লিখতে হবে এই পেইজে।
About us
এই পেইজে আপনার সাইট সম্পর্কে লিখতে হবে। আপনার সাইটে কি বিষয়ে আর্টিকেল লেখা হয় এবং আপনার সাইটে কি কি পাওয়া যাবে এসব বিষয়ে এই পেইজে লিখতে হবে।
Contact us
এই পেইজে আপনার সাইটের ভিজিটররা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে সেই বিষয়ে সকল তথ্য দিতে হবে। সবচেয়ে বেশি ভালো হয় যদি একটি ফর্ম দিতে পারেন।
বড় ও কপি-পেস্ট মুক্ত আর্টিকেল
আপনার সাইটে যেটাই লিখুন না কেন সেটা যেন আপনার নিজের লেখা হয়। যদি আপনি লিখতে না পারেন তাহলেও এমন কাউকে দিয়ে লেখাবেন যিনি আপনাকে একদম ইউনিক আর্টিকেল লিখে দিতে পারে। গুগল কপি পেস্টট করা আর্টিকেল পছন্দ করে না। আর সব সময় চেষ্টা করবপন আপনার সকল আর্টিকেল গুলো সর্বনিম্ন ৬০০-১০০০ ওয়ার্ড এর মধ্যে রাখার। তাহলে গুগল এটা ভালো নজরে দেখবে।
কপিরাইট মুক্ত ইমেজ ব্যবহার করা
অন্যের লেখা আর্টিকেল এর মতই আপনার সাইটে কখনো অন্য কারোর ইমেজ ব্যবহার করবেন না। সব সময় চেষ্টা করবেন নিজে কোনো ইমেজ তৈরি করার। যদি নিজে ইমেজ তৈরি করতে না পারেন তাহলে কপিরাইট মুক্ত সাইট গুলো থেকে ইমেজ নিয়ে ব্যবহার করতে পারেন।
আরো পড়ুন
জেনে রাখুন সাইবার হামলা থেকে বাচাঁর উপায় | সাইবার ক্রাইম
Pixabey এবং Pexels সহ এমন আরো অনেক সাইট থেকে অনেক ভালো ভালো কপিরাইট মক্ত ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন।
প্রত্যেক ক্যাটাগরিতে পোস্ট করা
অনেকেই বলে তারা ১/২ টি আর্টিকেল দিয়েই এডসেন্স পেয়েছে। হয়তো তারা কোনো ভাবে এডসেন্স পেয়েও যায় কিন্তু সাধারণ একটি সাইটে এডসেন্স পেতে হলে ঐ সাইটে ২০-৩০ টি পোস্ট থাকতে হয়। আপনার সাইটে যত গুলো ক্যাটাগরি রাখবেন, সেই সব ক্যাটাগরিতে সর্বনিম্ন ৩-৪ টি আর্টিকেল পাবলিশ করার চেষ্টা করবেন।
উপসংহার
আমাদের যাদের নিজস্ব ওয়েবসাইট আছে তাদের সকলেরই একটি আশা নিজের সাইটে গুগল এডসেন্স এপ্রোভ করবে। তাই আজ এই আর্টিকেল এ আমি সহজে এডসেন্স পাওয়ার উপায় গুলো নিয়ে কথা বলেছি।
এই আর্টিকেল পড়ার পড়েও যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
1 thought on “জেনে নিন সহজে এডসেন্স পাওয়ার উপায় ২০২৩”